শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবান॥
বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে মায়ানমার থেকে চোরাইপথে নিয়ে আসা গরুর আরো একটি বড় চালান আটক করেছে ৫৭ বিজিবি। বৃহস্পতিবার উপজেলার নয়াপাড়া ইউনিয়নের কৈয়ারছড়া পাড়া সংলগ্ন সিজঝিরি নামক এলাকা থেকে এসব গরু আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কিছু চোরাকারবারী মায়ানমার থেকে অবৈধভাবে গরু আনার খবর পেয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো: শহিদুল ইসলাম এর নেতৃত্বে ৪০ জন বিজিবি ও পুলিশী সহায়তায় গহীণ পাহাড়ে অভিযান পরিচালনা করে। পরে নয়াপাড়া ইউনিয়নের কৈয়ারছড়া পাড়া সংলগ্ন সিজঝিরি নামক এলাকা থেকে ৮০টি বার্মিজ গরু আটক করা হয়। এসব গবাদি পশুর মূল্য ১ কোটি টাকা। এ ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।
উল্লেখ্য, আলীকদম ৫১ বিজিবি অদ্যাবধি পর্যন্ত ১০ কোটি ৩২লাখ ৯৫ হাজার টাকা মূল্যের মায়ানমারের চোরাচালানকৃত গবাদি পশু আটক করতে সক্ষম হয়, যার নিলাম বাবদ ৬ কোটি ৪৫ লাখ ৬১হাজার ৪৪২ টাকার রাজস্ব সরকারী কোষাগারে জমা করা হয়।
আপনার মতামত দিন