সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান
৬ ডিসেম্বর ভারতের মাটিতে ৭টি দেশের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে থার্ড ব্লাইন্ড টি-টুয়েন্টি ওয়াল্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্ট। আর এই ব্লাইন্ড ক্রিকেট টি-টুয়েন্টি বিশ^কাপে জাতীয় দলের হয়ে খেলবে বান্দরবানের সুকেল তঞ্চঙ্গ্যা। এদিকে টুর্ণামেন্টকে ঘিরে ঢাকার বিকেএসপি মাঠে চলছে বাংলাদেশ দলের প্রশিক্ষণ ক্যাম্প। এবারের এই আসরে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়াসহ ৭টি দেশের খেলোয়াড়রা টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে। সুকেল তঞ্চঙ্গ্যা একজন দৃষ্টিপ্রতিবন্ধী। সে বান্দরবান জেলার সদর উপজেলার সুয়ালক আমতলী পাড়ার শুদ্ধধন তঞ্চঙ্গ্যার ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সুকেল সবার ছোট।
জানা যায়, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) ঘোষিত স্কোয়াড এ জায়গা করে নিয়েছে বান্দরবানের দৃষ্টিপ্রতিবন্ধী সুকেল তঞ্চঙ্গ্যা। বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট টিম এর সদস্য হিসেবে ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ^কাপে মঞ্চ মাতাতে প্রস্তুতি নিচ্ছে বান্দরবানের সন্তান সুকেল তঞ্চঙ্গ্যা। সে বিবিসিসি ঘোষিত ৩টি প্লেয়ার লিস্ট এর বিওয়ান ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন। সুকেল বান্দরবানের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম এর একজন ১০ম শ্রেণির শিক্ষার্থী। তার অপর ভাইও দৃষ্টিহীন বলে জানা যায়। তার বাবা পেশায় একজন জুমচাষী। দরিদ্র পরিবারের সন্তান দৃষ্টিপ্রতিবন্ধী সুকেল তঞ্চঙ্গ্যা ভারতে অনুষ্ঠেয় ব্লাইন্ড ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহণের খবর শুনে খুশি এলাকাবাসী।
সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, সুয়ালক, বান্দরবানের রিসোর্স শিক্ষক সত্যজিৎ মজুমদার জানান, সুকেল তঞ্চঙ্গ্যা বান্দরবান দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের ১০ম শ্রেনীর একজন ছাত্র। ব্লাইন্ড ক্রিকেট টি-টুয়েন্টি বিশ^কাপে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছে বান্দরবানের দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র সুকেল তঞ্চঙ্গ্যা। তিনি আরও বলেন, সুকেল দৃষ্টি শক্তিহীন হলেও লেখাপড়া ক্ষেত্রেও অনেক প্রতিভাবান একজন ছাত্র। পাশাপাশি সে ক্রীড়া ক্ষেত্রেও একজন বিরল প্রতিভাবান খেলোয়াড়। সে জাতীয় দলের হয়ে ভারতের মাটিতে ব্লাইন্ড ক্রিকেট টি-টুয়েন্টি বিশ^কাপে অংশগ্রহণে সুযোগ আমরা গর্বিত।
উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে। ভারতের নয়াদিল্লিতে ৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর লীগ পদ্ধতিতে এই বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ এর খেলাগুলো অনুষ্ঠিত হবে। লীগ পর্যায়ে সর্বোচ্চ পয়েন্টধারী ৪টি দল সেমি ফাইনালে অংশগ্রহণ করবে। ভারতের পর্যটন শহর হিসেবে খ্যাত বেঙালুরুতে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। এবারের টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা। ৫ ডিসেম্বর উদ্বোধন পর্ব শেষে ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মাঠে নামবে খেলোয়াড়রা।
আপনার মতামত দিন