সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবানে আন্ত:স্কুল ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত বান্দরবানে মারমা সম্প্রদায়ের লোকসাংস্কৃতিক ও লোকনাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি পালিত একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত

কলাবতী শাড়ির সৃষ্টি ও জন্ম কথা নিয়ে বান্দরবানে সংবাদ সম্মেলন

সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবানঃ
কলাবতী শাড়ির সৃষ্টি ও জন্ম কথা নিয়ে সংবাদ সম্মেলন করেছে বান্দরবান পিস মহিলা কল্যাণ সংগঠন। বহু আলোচিত এই শাড়িতে তৈরীতে রাধাবতী দেবী উদ্ভাবক নয় বলে দাবী করে সংবাদ সংবাদ সম্মেলন করেছেন পিস মহিলা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক সাইসাই উ (নিনি)। রবিবার (৮অক্টোবর) সকালে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কলাবতীর সৃষ্টি ও জন্ম বান্দরবানে। কলা গাছের তন্ত থেকে তৈরি কলাবতী শাড়িটি বান্দরবানের প্রথম ব্র‍্যান্ডিং প্রোডাক্ট। পাইলট প্রজেক্টের মাধ্যমে কাপড় তৈরির আরো উন্নত করতে সিলেটের শ্রীমঙ্গল থেকে তাঁতী শিল্পী রাধাবতী দেবীসহ আরো তিনজনকে আনা হয়। সেসব তাতিঁ কারিগরদের দৈনিক বেতনের মাধ্যমে কাজ শুরু করেন পিস মহিলা কল্যাণ সংগঠন। সবকিছু শেষে সাবেক জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি”র সার্বিক সহযোগীতায় শাড়ীর নাম রাখা হয় কলাবতী। শুধু তাই নয় পিস মহিলা কল্যান সংগঠনের উদ্যোগে বান্দরবানের কলাবতী শাড়ীর প্রজেক্ট এখনো পর্যন্ত চলমান রয়েছে। তিনি আরো বলেন, কলাবতী শাড়ি তৈরীর সম্পূর্ণ পরিকল্পনাসহ তৈরির প্রক্রিয়া আমার। নারীদের কর্মসংস্থানের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছি। কিন্তু এই শাড়িটি সুনাম ও প্রচারণা দেখে রাধাবতী দেবী নিজেকে উদ্ভাবক হিসেবে মিথ্যা তথ্য দিয়ে অপ্রচার চালাচ্ছে। এসময় সত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে পার্বত্য এলাকা বান্দরবানের সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে সংবাদকর্মীদের প্রতি আহ্বানও জানান পিস মহিলা কল্যাণ সংগঠনের এই পরিচালক।

সম্মেলনে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের এডজানন্ট ফ্যাকাল্টি ড.মোহাম্মদ জহিরুল হক, প্রক্টর মো. ওয়াহিদুর রহমান, কো-অর্ডিনেটর হাসান মাহমুদ, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) মো.ওমর ফারুক রুবেল, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD