সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:০৩ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবান॥
বিএনপি’কে ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হতে দেবনা। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করতে হবে। জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছে বিএনপি। গনতন্ত্র হত্যাকারী আওয়ামীলীগকে আর রাষ্ট্র ক্ষমতায় থাকতে দেয়া হবেনা। মঙ্গলবার দুপুরে বান্দরবানের গ্র্যান্ডভ্যালী হোটেল মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক চীফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক একথা বলেন। এসময় তিনি আরও বলেন, দেশ ও দশের মঙ্গল চাইলে এক্ষণেই এ সংসদ ভেঙ্গে দিয়ে অবিলম্বে বিএনপির ১০ দফা দাবী মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশমূলক নির্বাচনের আয়োজন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এর সভায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, বিএনপি নেতা লুসাই মং, শাহাদাত হোসেন জনি, রিটল বিশ্বাস, আবিদুর রহমান, সেলিম রেজাসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন