শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবানঃ
ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন বান্দরবানের ২ পুলিশ সদস্য। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আইজিপির পক্ষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বিপিএম(বার), পিপিএম সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য এই সম্মানজনক পুরস্কার প্রদান করেন৷ এসময় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, চট্টগ্রাম এর অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাররা উপস্থিত ছিলেন। সম্মাননা ও পুরস্কার প্রাপ্ত দুই পুলিশ সদস্য হল বান্দরবান পুলিশ লাইনে কর্মরত এস আই হুমায়ুন আজাদ ও সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল আরিফ হোসাইন। পুরস্কার প্রাপ্ত দুই পুলিশ সদস্যের মধ্যে আরিফ হোসাইন এর বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট পূর্ব হাছনদনডী গ্রামে।
এদিকে এই সম্মাননা ও পুরস্কার প্রাপ্তিতে বান্দরবান জেলা পুলিশের প্রতিটি সদস্য সম্মানিত, গর্বিত ও অনুপ্রাণিত। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এই স্বীকৃতি আমাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বকে আরও বেশি সুদৃঢ় করবে বলে মনে করেন বান্দরবান জেলা পুলিশ বিভাগ।
উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশ পুলিশের ২১৭ কর্মকর্তা- কর্মচারী জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেন।
আপনার মতামত দিন