সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবানে আন্ত:স্কুল ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত বান্দরবানে মারমা সম্প্রদায়ের লোকসাংস্কৃতিক ও লোকনাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি পালিত একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় পার্বত্যমন্ত্রী: বান্দরবানকে আদর্শ জেলা হিসেবে রূপান্তরিত করা হবে

Bandarban MP

স্টাফ রিপোর্টার\
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আমাদের সবাইকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে বুকে ধারণ করতে হবে। আর শেখ হাসিনার নির্দেশ মেনে রাজনীতিতে সক্রিয় থাকতে হবে। বঙ্গবন্ধু ছিলেন একজন শতভাগ আদর্শ রাজনীতিবিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সফলভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ তার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে। পার্বত্য মন্ত্রী আরোও বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই আজ এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর যদি জাতির স্বার্থের চিন্তা না থাকত তাহলে শোষণ হতে মুক্তি হত না। আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি, শেখ হাসিনা সুদক্ষ ভাবে দেশ পরিচালনা করছে। শেখ মুজিবুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন এবং তিনি দেশের জন্য যে ত্যাগ করে গেছেন তার থেকে শিক্ষা নিয়ে সকলে দেশ প্রেমে উদ্বুদ্ধ হওয়ার আন্তরিক আহবান জানান। রবিবার বিকালে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভার প্রধান অতিথি’র বক্তব্যে পার্বত্য মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন,পার্বত্য এলাকায় কেউ গৃহহীন থাকবে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, আর তারই সুফল পাচ্ছে দেশের জনসাধারণ। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আজ পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। পার্বত্যবাসী সরকারের এই উন্নয়নের সুফল ভোগ করছে। মন্ত্রী বলেন, বান্দরবান জেলাকে আদর্শ জেলা হিসেবে রূপান্তরিত করা হবে। বান্দরবানের মাটি শেখ হাসিনা ঘাটি। তাই আমাদের সবাইকে শেখ হাসিনার নির্দেশ মেনে রাজনীতিতে সক্রিয় থাকতে হবে। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহা¬, সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সহ সভাপতি কাজল কান্তি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে রবিবার সকালে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এরপরে সারিবদ্ধভাবে যথাক্রমে পুস্তস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজী, পুলিশ সুপার জেরিন আখতার, আওয়ামীলীগের নেতাকর্মী, সরকারি বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। জেলা আওয়ামীলীগ উদ্যোগে দলীয় কার্যালয়ে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনাসহ আলোচনাসভা ও নানান কর্মসুচি উদযাপন করছে জেলা আওয়ামীলীগ ও প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। এছাড়ও দিবসটি উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০হাজার এতিম, অনাথ, অসহায় ও কর্মহীনদের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের মুক্তমঞ্চে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এতিম, অনাথ, অসহায় ও কর্মহীনদের মাঝে এসব খাবার বিতরণ করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD