সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবানে আন্ত:স্কুল ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত বান্দরবানে মারমা সম্প্রদায়ের লোকসাংস্কৃতিক ও লোকনাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি পালিত একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত

টানা তিন দিনের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর পাহাড় কন্যা বান্দরবান

সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবান
সাপ্তাহিক ও বড়দিনের টানা ৩ দিনের ছুটিতে পর্যটকের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র গুলো। পাহাড়ে জঙ্গি বিরোধী অভিযানের কারণে নিষেধাজ্ঞার ফলে শীত মৌসুমের শুরুতে পর্যটকের সমাগম না ঘটলেও টানা ছুটি থাকায় ও নিষেধাজ্ঞা শিথিল করায় প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে বান্দরবানে। শুক্রবার মেঘলা নীলাচল শৈলপ্রপাত চিম্বুক নীলগিরি নীল দিগন্তসহ জেলার বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখা যায় সবগুলো দশর্নীয় স্থানে পর্যটকের উপচে পড়া ভীড়। পর্যটকরা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে চাঁদের গাড়ীতে করে ছুটে বেড়াচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। কেউ বা ছুটে যাচ্ছে রেমাক্রী নাফাকুমের সৌন্দর্য্য দেখতে আবার কেউ যাচ্ছে সুউচ্চ পাহাড়ের সৌন্দর্য্য দেখতে। এক কথায় সকাল থেকে সন্ধা পর্যন্ত পর্যটকরা চষে বেড়াচ্ছে বান্দরবানের সব দর্শনীয় স্থান গুলো।

ঢাকা থেকে ঘুরতে আশা কয়েকজন পর্যটক জানান, নগর জীবনের ব্যস্ততা ছেড়ে একটু প্রশান্তি নিতে পাহাড়ে ঘুরতে আসেছি। আসলে শীত মৌসুমে পাহাড় এতটা সুন্দর হয়, যা স্ব-চোখে না দেখলে বোঝা যাবে না। পাহাড়, কুয়াশা একসাথে মিশে একাকার হয়ে গেছে। তারা আরও বলেন, আমরা অনেকেই ঘুরতে দেশের বাহিরে ভ্রমনে যায়। অথচ আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর দেখার মত জায়গা রয়েছে। তাই ভ্রমনপিপাসুদের বলবো যারা এখনো বান্দরবানে আসেন নাই, তারা একবার হলেও বান্দরবানের সৌন্দর্য্য উপভোগ করে যান।

এদিকে বান্দরবানে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন আমাদের পর্যটন ব্যবসা বন্ধ ছিল। শীত মৌসুমের শুরুতে পর্যটক না আসলেও বড়দিন, সাপ্তাহিক ছুটি ও স্কুল-কলেজ বন্ধ থাকায় টানা ছুটিতে অনেক পর্যটকের সমাগম ঘটেছে। আমরা আগত পর্যটকদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সামনের দিনগুলোতেও আরও পর্যটকের সমাগম ঘটবে বলেও আশা করছেন ব্যবসায়ীরা।

বান্দরবান জেলার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নকিবুল ইসলাম জানান, সাপ্তাহিক ও বড়দিন উপলক্ষে টানা ৩ দিনের ছুটি থাকায় বান্দরবানে প্রচুর পর্যটক এসেছে। প্রতিটি স্পটে সার্বক্ষনিক পোশাক এবং সাদা পোশাকে আমাদের ট্যুরিস্ট পুলিশের টহল টিম কাজ করে যাচ্ছে যাতে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা নির্বিগ্নে ঘুরাফেরা করতে পারে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সর্বদা প্রস্তুত আছি বলে জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

জেলায় পর্যটকদের সেবায় রয়েছে শতাধিক হোটেল মোটেল রিসোর্ট গেস্ট হাউস এছাড়াও পর্যটক পরিবহনে রয়েছে ৪ শতাধিক চাঁদের গাড়ী, সব মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জেলার ২০ হাজার মানুষ পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ঠ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD