সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:
বান্দরবানে বিদেশি পর্যটক ভ্রমণের অনুমোদন প্রক্রিয়া অনলাইনে করায় ডিজিটাল বাংলাদেশ পুরস্কার’২২ অর্জন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ পুরস্কার জেলা প্রশাসকের হাতে তুলে দেন। এছাড়াও ডিজিটাল বাংলাদেশে গঠনে ভূমিকা রাখায় ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার দেওয়া হয়। এসময় অনুষ্টানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও আইসিটি) মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার রিয়াদ বিন ইব্রাহিম ভূঁঞা, সহকারী প্রোগ্রামার সৌরভ চক্রবর্তী, মোঃ সুরত আলম আকাশ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদেশি পর্যটকদের বান্দরবান ভ্রমণে অনুমোদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে ওয়েব বেজড সফটওয়্যার” তৈরি করেন বান্দরবানের জেলা প্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি। এ সফটওয়্যারটির মাধ্যমে বিদেশি নাগরিকগণ খুব সহজেই ঘরে বসে অনলাইনে তার সেবাটি পেতে পারেন এবং সেবা সম্পর্কে যেকোন আপডেট পাবেন। তাছাড়াও এ সফটওয়্যারে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আপনার মতামত দিন