সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ৮ জানুয়ারী ২০২৩:
বান্দরবানে মাইক্রোবাস গভীর খাদে পড়ে স্বাস্থ্যকর্মকর্তাসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে। রবিবার সকালে থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড়ের ১৮ কি:মি: নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (অর্থ) মোঃ নিয়াজুর রহমান (৫২), তার স্ত্রী জেনেফা রহমান নাসরিন (৪৮), ছেলে পার্থিব রহমান (২১), মেয়ে ফাইরুজ নাফিয়া (২১) ও মাইক্রোবাস চালক মোঃ নূুর নবী (৪২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা পরিবারের ৫ সদস্য নিয়ে মন্ত্রণালয়ের গাড়ি যোগে বান্দরবানের থানচিতে বেড়াতে আসে। রবিবার সকালে থানচি থেকে আলীকদম যাওয়ার পথে ডিম পাহাড়ের ১৮ কি:মি: নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। এসময় গাড়ীতে থাকা স্বাস্থ্যকর্মকর্তাসহ তার পরিবারের সদস্যরা গুরুত্বর আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাছির উদ্দিন সরকার জানান, সড়ক দূর্ঘটনায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ একই পরিবারের ৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত দিন