সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:
তারেক জিয়াসহ বান্দরবানে ২ শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে র্যাব-১৫। বুধবার (১৮ জানুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের মেঘলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নাইক্ষ্যংছড়ি ও রামু আন্তঃউপজেলার শীর্ষ ডাকাত শাহীনুর রহমান শাহীন (৩৫) ও তার অন্যতম সহযোগী তারেক জিয়া (২১)।
র্যাব জানায়, ইতোপূর্বে ডাকাত শাহীন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেফতার হয়েছিল। তাকে গ্রেফতারের দাবিতে এলাকার সচেতন মহল সম্প্রতি গর্জনিয়া ইউনিয়নে একটি মানববন্ধন করেছিল। শাহীন বাহিনীর অপকর্মের ভয়ে রামু ও নাইক্ষ্যংছড়ির ৬ ইউনিয়নের প্রায় অর্ধলক্ষ মানুষ জিম্মি ছিল। তার অপকর্মের বিষয়গুলো বিভিন্ন পত্রিকায় একাধিকবার প্রকাশিত হয়। সম্প্রতি দায়েরকৃত একটি নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সালাম চৌধুরী বলেন, গ্রেফতারকৃত শাহীন ডাকাত এর বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় ৫টি ডাকাতি, ৩টি অস্ত্র, ১টি মাদক ও ৪টি হত্যাচেষ্টার মামলা রয়েছে এবং সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। সম্প্রতি দায়েরকৃত একটি নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত দিন