শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
তুলা উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী পরিচালক ড. মো. ফখরে আলম তাবীব বলেছেন, পাহাড়ের মানুষের ভাগ্য বদলের জন্য তুলা চাষের নানান পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই তুলা চাষ আবাদের মাধ্যমে কৃষক আর্থিকভাবে সাবলম্বী হতে পারবে। তিনি আরো বলেন, সারাদেশের ন্যায় পাহাড়েও তুলার উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তুলা চাষের মাধ্যমে একজন প্রান্তিক কৃষকের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। আর তাই কৃষকদের কথা বিবেচনা করে নতুন জাত ও প্রযুক্তি সরবরাহ করে যাচ্ছে। শনিবার বান্দরবানের রুমা উপজেলার সাউপাড়া, ডলুঝিরিপাড়া ও রয়েল পাড়া এলাকায় মাঠ দিবস ও প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
উপজেলার ৩০ জন কৃষক নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। যেখানে তামাক চাষের পরিবর্তে এবং পাহাড়ী ঢালুতে তুলা চাষ সম্প্রসারণ নিয়ে উদ্বুদ্ধ করা হয়।
এসময় তুলা উন্নয়ন বোর্ডের মৃত্তিকা উর্বরতা ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ কৃষিবিদ ড: মো. গাজী গোলাম মর্তুজা, বান্দরবান জেলা প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন মৃধা, পাড়া কারবারী ক্যউচিং মার্মা, তীর্থ চন্দ্র ত্রিপুরাসহ বিভিন্ন পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন