সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান, ১৬ নভেম্বর ২০২২:
বান্দরবানের থানচি উপজেলায় পর্যটক ভ্রমনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে নিরাপত্তা জনিত কারণে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ২০ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক স্বাক্ষরিক এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় সেনাবাহিনীর অনুরোধের কারনে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বান্দরবানের সাত উপজেলার মধ্যে শুধুমাত্র রুমা ও রোয়াংছড়িতে ২০ই নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়েছে। থানচি উপজেলায় পর্যটক ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় বগালেক, কেউক্রাডং, তাজিংডং, তিনাপ সাইতার, রিঝুক ঝর্না, দেবতা কুমসহ রয়েছে অসংখ্য পর্যটন স্পট। প্রতিদিন শত শত পর্যটক এসব দর্শণীয় স্থান ভ্রমনে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় গমন করে। তাই তাদের নিরাপত্তার স্বার্থে এই দুই উপজেলায় নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
আপনার মতামত দিন