সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৮ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরনে বেলাল (৩৮) নামে এক বাংলাদেশী যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার ভোরে নাইক্ষ্যছড়ি সদরের ফুলতলি সীমান্ত এলাকায় ৪৬-৪৭ পিলারের মধ্যবর্তী মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত বেলাল কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া হাজির পাড়ার আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার ভোরে বেলাল মিয়ানমারের কয়েক কিলোমিটার ভিতরে গিয়ে গরু আনতে গেলে মাটির ভিতরে মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে তার একটি পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তার বিরুদ্ধে মিয়ানমার থেকে চোরাই পথে প্রায় সময় গরু ও মাদক নিয়ে আসার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার বলেন মাইন বিস্ফোরনে এক যুবক আহত হয়েছে। সে এখন কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছে। কি কারনে সে সীমান্তের ওপারে গিয়ছে সেটা জানা যায়নি। তবে তার বিরুদ্ধে চোরাচালানের মামলা আছে বলে শুনেছি।
উল্লেখ্য, কয়েক মাস ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা, আশারতলী, ফুলতলী, কম্বনিয়া, জামছড়ির কয়েকটি পয়েন্ট দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মায়ানমারের চোরাই গরু নিয়ে আসছে কয়েকটি সিন্ডিকেটের সদস্য।
আপনার মতামত দিন