সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা সীমান্তে স্থল মাইন বিষ্ফোরণে সুরুত আলম (৪৮) নামে এক বাংলাদেশী যুবকের বাম পায়ের হাটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ৪২ নম্বর সীমান্ত পিলারের ওপারে মায়ানমারের পুরান মাইজ্যা নামক স্থানে এই মাইন বিষ্ফোরণের ঘটনা ঘটে। আহত সুরুত আলম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকার মৃত বাচা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকার বাসিন্দা সুরুত আলী সীমান্তে জ্বালানী কাঠ আনতে গেলে এসময় মাইন বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে সুরুত আলীর বাম পায়ের হাটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, সীমান্তে মাইন বিষ্ফোরণে সুরুত আলী নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
আপনার মতামত দিন