শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আলীকদম এফবিএম ইট ভাটা বন্ধ: জরিমানা আদায় রোয়াংছড়িতে ফিরে আসা ৬৩ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে একত্রিত হয়ে কাজ করার আহ্বান- পুলিশ সুপার সৈকত শাহীন

নাইক্ষ্যংছড়িতে ত্রান বিতরণ অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর: ‘বন্যায় ক্ষতিগ্রস্থ সব রাস্তা-ঘাট মেরামত ও কৃষকদের কৃষি সামগ্রী দেয়া হবে’

বান্দরবান এমপি

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি \
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উসৈশিং এমপি বলেছেন-সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে নাইক্ষ্যংছড়িতে ক্ষতিগ্রস্থ সব রাস্তা-ঘাট দ্রæত মেরামত করা হবে এবং বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষি এলাকার কৃষকদেরকে সেচ পাম্প,ধান মাড়ানী, স্প্রে মেশিন দেয়া হবে। করোনা সংক্রমনের ভয়াবহতা নিয়ে পার্বত্যমন্ত্রী আরো বলেন, সবাইকে করোনার টিকা দিতে হবে। সবাইকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। বিশেষ করে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। আগামী ৭ই আগষ্ট হতে সরকারিভাবে প্রতিটি ইউনিয়নে বিনামুল্যে প্রদানকৃত করোনা ভাইরাসের টিকা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান। বৃহস্পতিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়ন পরিষদ চত্বরে স¤প্রতি সীমান্তের তুমব্রæ গ্রামে স্মরণকালের ভয়াবহ বন্যা ও পাহাড় ধ্বসে ৬শত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্বত্যমন্ত্রী আরো বলেন-নাইক্ষ্যংছড়িতে সর্বপ্রথম ঘুমধুমেই বিদ্যুতের ব্যবস্থা করা হয়। এখন দূর্গম দৌছড়িতে যাচ্ছে বিদ্যুৎ। আর যে সব এলাকায় বিদ্যুৎ যেতে সময় লাগবে সে সব এলাকায় অতিদ্রæত ৪০ হাজার সোলার বিনা মূল্যে বিতরণ করা হবে।
এদিকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুস, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মো.জিল্লুর রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,লক্ষীপদ দাশ, ক্যানওয়ান চাক, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ,ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ আওয়ামীলীগের নেতা আবু তাহের কোম্পানী, তসলিম ইকবাল চৌধুরীসহ সরকারী বেসরকারি কর্মকর্র্তারা উপস্থিত ছিলেন। ত্রাণ কাজে ত্রাণ সহায়তা করেন, জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, উপজেলা দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও রেডক্রিসেন্ট সোসাইটি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD