সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ অপরাহ্ন
মো.শাফায়েত হোসেন/জাহাঙ্গীর আলম কাজল \
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন-উন্নয়ন ধারা ব্যাহতকারী যেই হউক কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত জনপদ দোছড়ি ইউনিয়নে উন্নয়নের দায়িত্ব আমি নিলাম। সর্বশেষ মোবাইল নেটওয়ার্কের দাবীও খুব শীঘ্রই পূরণ করার ঘোষণা দেন তিনি। পার্বত্য মন্ত্রী আরো বলেন- যতো শান্তি থাকবে ততো উন্নয়ন করবো। সন্ত্রাসীদের কোন আস্তানা যাতে এখানে গড়ে না উঠে সেজন্য জনসাধারণকে আইন শৃংখলা বাহিনীকে সহায়তার আহŸান জানান।আজ শনিবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে বিদ্যুৎ সংযোগ, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বান্দরবানসহ তিন পার্বত্য জেলার কোথাও অন্ধকার থাকবে না। বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে সমতলের মত পার্বত্য এলাকায়ও বিদ্যুৎ সম্প্রসারণের কাজ চলছে এবং আগামীতে পুরো পার্বত্য জেলা বিদ্যুতের আলোয় আলোকিত হবে। যে সকল এলাকায় বিদ্যুৎ সংযোগ সহসা যাচ্ছে না সেখানে বিনামুল্যে সোলার প্যানেল বিতরণ করা হবে। বর্তমান আওয়ামীলীগ সাধারণ জনগণের পাশে আছে এবং আগামীতে থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা মুজিববর্ষে প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছানো। সেলক্ষ্যে দোছড়িতে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হয়েছে। তিন পার্বত্য জেলায় প্রায় সাড়ে ৫শ কোটি টাকায় বিদ্যুৎ উন্নয়নের কাজ চলছে। ছাড়াও পাহাড়ে রাস্তাঘাট, ব্রীজ-কালভার্টসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাতসহ নানা অবকাঠামো উন্নয়নের গতি ধারা আরও বৃদ্ধি করা হবে বলে জানান মন্ত্রী।
এদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্বের সর্বশেষ দোছড়ি ইউনিয়নটিও বিদ্যুতের আওতায় এসেছে। প্রায় ১১কিলোমিটার দূর থেকে সমতল এলাকা বিদ্যুত সঞ্চালন লাইনের মাধ্যমে দীর্ঘ ৫১বছর পর আলোকিত হয়েছে পাহাড়ী এই ইউনিয়ন। তিন পার্বত্য জেলায় বিদ্যুত বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রকল্প বাস্তবায়নে ব্যায় হয়েছে ২কোটি ৭০লাখ টাকা। দোছড়িতে বিদ্যুতায়নের মাধ্যমে উপজেলার পাচঁ ইউনিয়ন এখন বিদ্যুতের আলো পৌছাল। এসময় মন্ত্রী দোছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও পার্বত্য উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক শেখ সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আহাদুল ইসলাম, রাঙ্গামাটি বিদ্যুৎ বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত মোঃ জিললুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো.শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস, বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য লক্ষী পদ দাশ, পার্বত্য মন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চেীধুরী, জেলা আওয়ামীলীগ সদস্য আবু তাহের কোং, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান ও উপজেলা আওমী লীগের সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরীসহ স্থানীয় আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন