শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:
বান্দরবানে নানান আয়োজনে পার্বত্য জেলা পরিষদ ও সমাজসেবা বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হল রুমে দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে ‘দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বান্দরবান সমাজসেবা বিভাগের উপপরিচালক মিলটন মুহুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এসময় তিনি বলেন, দৃষ্টিহীন ব্যক্তিরা সাদাছড়িকে নিজের চোখ বলে মনে করে থাকে, যা এক পরোক্ষ দৃষ্টিশক্তি। মূলত সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবসটি পালন করা হয়। তিনি আরও বলেন, সাদাছড়ি ব্যবহার করে একজন প্রতিবন্ধী ব্যক্তি নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে। এসময় তিনি সকলে মিলে দিবস উদ্যাপনের অংশ নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির প্রতি আমাদের করণীয় পালন করে একজন সচেতন নাগরিকের ভূমিকা রাখার আহ্বান জানান।
বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদারের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, পরিবার পরিবকল্পা বিভাগের উপপরিচালক দিপক কুমার সাহা, পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো, সহকারী পুলিশ সুপার মো: আমজাদ হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা: এমএম নয়ন সালাউদ্দিনসহ সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও কর্মী ও সাংবাদিকরা, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন