সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে গণমাধ্যমকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বান্দরবান জেলার পুলিশ সৈকত শাহীন। বৃহষ্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের বালাঘাটাস্থ পুলিশ লাইন্স অডিটরিয়ামে বান্দরবান জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, বান্দরবানের সাংবাদিকরা অত্যন্ত আন্তরিক ও ঐক্যবদ্ধ। আমাদের যেকোন কাজে তাদের সহযোগিতা পাওয়া যায়। তাই আসন্ন জাতীয় নির্বাচনেও বান্দরবানের কর্মরত সাংবাদিকদের সহযোগিতা চান পুলিশ সুপার।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশান ও অর্থ) হোসাইন মো: রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: শাহ আলম, সহকারি পুলিশ সুপার, মো: জুনায়েদ জাহেদী, মো: ছালাহ উদ্দিন, মো: আমজাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন