সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩২ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ৩০ জানুয়ারী ২০২৩:
বান্দরবানের রুমায় নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলির ঘটনায় নিহত কেএনএফ সদস্যের পরিচয় শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে লাশ নিতে বান্দরবান সদর হাসপাতালের মর্গে আসেন নিহতের পরিবারের লোকজন। নিহত কেএনএফ সদস্যের নাম বেনেট থাং ম্রো। সে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারন পাড়ার বাসিন্দা লিপমাং ম্রো পুত্র। পরিবার জানায়, দুই বছর আগে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায় বেনেট থাং ম্রো। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। গতকাল রোববার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে নিহত কেএনএফ সদস্যের ছবি দেখে চিনতে পারে পরিবারের লোকজন। নিজের ছেলে বিপথে যাওয়ায় অনুতপ্ত পিতা কারো ছেলে যাতে এ পথে না যায় সেজন্য পাড়ার সবার কাছে অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, গত শনিবার রুমা উপজেলার মুননুয়াম পাড়ায় কেএনএফ এর সদস্যরা নিরাপত্তা বাহিনীর উপর হামলা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে কেএনএফ এর এক সদস্য নিহত হয়।
আপনার মতামত দিন