শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবান॥
মিথ্যা মামলায় আটককৃত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সহ সকল কেন্দ্রীয় নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি এবং পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেন হত্যার প্রতিবাদে বান্দরবানে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ নিয়ে মঙ্গলবার বিকালে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে বান্দরবান জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ করেন। বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আহবায়ক সরোয়ার জামাল, বিএনপি নেতা রিটল বিশ্বাস, শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব চনুমং মারমা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, শামীম সিকদার, জেলা মহিলা দলের সভাপতি নিরুতাজ বেগম, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, জেলা জাসাসের আহবায়ক এডভোকেট আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমর, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ, কৃষকদলের সাধারণ সম্পাদক নুরুল কবিরসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, অন্যায় ভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ অসংখ্য বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এসময় অবিলম্বে নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করেন। এছাড়াও গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেনকে হত্যা করা হয়েছে। দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান।
আপনার মতামত দিন