শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আলীকদম এফবিএম ইট ভাটা বন্ধ: জরিমানা আদায় রোয়াংছড়িতে ফিরে আসা ৬৩ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে একত্রিত হয়ে কাজ করার আহ্বান- পুলিশ সুপার সৈকত শাহীন

পাসপোর্ট নিতে গিয়ে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:

বান্দরবানে আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে শহরের ব্রিগেড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ শতাংশ জমির উপর নির্মিত এই ভবনের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে ইমগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি,জি এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসময় ইমিগ্রেশন ও পাসপোট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: নুরুল আনোয়ার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,পুলিশ সুপার সৈকত শাহীন,প্রকল্প পরিচালক মো: ছারোয়ার হোসেন।

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: নুরুল আনোয়ার বলেন, পাসপোর্ট পাওয়ার ভোগান্তি লাগবের জন্য প্রতিটি জেলায় একটি করে পাসপোর্ট অফিস স্থাপন করা হয়েছে। এখন বিদেশগামী শিক্ষার্থী, শ্রমজীবি মানুষ, চিকিৎসা, পবিত্র হজ্জ ও ভ্রমনের জন্য অল্প দিনেই জেলা অফিস থেকে পাসপোর্ট পেয়ে যাবেন।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্র গড়েছেন বলেই আজ আমরা পাসপোর্ট নিয়ে স্বাধীনভাবে দেশে-বিদেশে ঘুরতে পারছি। তারই যোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্টসহ সরকারী সকল সেবা মানুষের দোড়গৌড়ায় পৌছে দিচ্ছেন। ডিজিটাল দেশে এখন ঘরে বসে অনলাইনে মানুষ সেবা গ্রহণ করছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ফসল হচ্ছে বাংলাদেশে ই-পাসপোর্ট সেবা। দেশ আধুনিক বিশ্বের সঙ্গে তালমিলিয়ে এগিয়ে যাচ্ছে। চাহিদা ও উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ই-পাসপোর্ট প্রবর্তন ও চালুর উদ্যোগ নিয়েছে। এসময় তিনি পাসপোর্ট দপ্তরগুলোকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলতে সবার সহযোগিতা কামনা করেন।

বান্দরবান পাসপোর্ট অফিসের তথ্যমতে, বান্দরবান গণপূর্ত বিভাগের অর্থায়নে ৪ কোটি ৩৫ লাখ ব্যয়ে নির্মিত ৩য় তলা বিশিষ্ট এই ভবনে রয়েছে রিসিভিং কাউন্টার, পাসপোর্ট ডেলিভারি কাউন্টার, পুরুষ মহিলাদের জন্য পৃথক ওয়েটিং রুম, টয়লেট, ১০০ কেভিএ সাব-স্টেশনসহ প্রতিবন্ধীদের উঠার জন্য রয়েছে র‌্যাম্পের ব্যবস্থা ও বিভিন্ন সেবা প্রদানের সু-ব্যবস্থা রয়েছে। এখন থেকে জেলার প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ এই আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সুবিধা পাবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD