সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান॥
বান্দরবানে পাহাড়ী ভাতার দাবীতে সংবাদ সম্মেলন করেছে বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। সোমবার সন্ধ্যায় বেসরকারী শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ, বান্দরবান জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে শিক্ষকতা করে আসছি। কিন্তু আমাদের এই ঝুঁকির কোন মূল্যায়ন নাই। জেলায় সরকারি সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ পাহাড়ে চাকরি করার কারণে পাহাড়ী ভাতা পেয়ে আসছে। আমরা যারা বেসরকারী স্কুল-কলেজে কর্মরত আছি তারা এই সুবিধা থেকে বঞ্চিত। তাই দ্রুততম সময়ে অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মত বেসরকারী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পাহাড়ী ভাতার ব্যবস্থা করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে বান্দরবান বেসরকারী শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও রেইছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী মার্মার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক ও চেমীডলু পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতোষময় বড়–য়া, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ জেলার সকল বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন