সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবান॥
বান্দরবানে পুলিশ নারী কল্যান সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বান্দরবান জেলা পুলিশের সহযোগিতায় সদর থানা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক গরীব দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র করেন বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম ।
এসময় পুলিশ সুপারের সহধর্মিনি ও পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী সোহানা তারিক, বান্দরবানের সহকারি পুলিশ সুপার মোঃ ছালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, প্রত্যেক স্বাবলম্বী মানুষ এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শীতার্তদের পাশে দাড়ানো উচিত। পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি সামাজিক কাজকর্ম করে যাচ্ছি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আপনার মতামত দিন