সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥
কক্সবাজারের পেকুয়ায় জিয়াফতে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় রোকেয়া বেগম নামে এক মহিলা গুরুত্বর আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, গত ৫ দিন পূর্বে ভারুয়াখালী এলাকার কালু মিয়ার পুত্র মনজুর আলম মৃত্যুবরণ করে। মৃত্যুর ৫ দিন পর আজ বৃহষ্পতিবার দুপুরে তার স্বজনেরা জিয়াফতের আয়োজন করে। এসময় খাবার দিতে দেরি হওয়ায় দাওয়াতে আসা একই এলাকার মৃত রাজা মিয়ার পুত্র সেলিম উদ্দিন, জিয়াউর রহমান, নুরুজ্জমা মিলে নিহতের স্বজনদের উপর অতর্কিতভাবে মারধর করলে এক পর্যায়ে স্থানীয় শামসুল আলমের স্ত্রী রোকেয়া বেগম গুরুত্বর আহত হন। মাকে বাঁচাতে ছেলে সাহেদ এগিয়ে এলে তার উপরও মারধর করেন হামলাকারীরা। পরে স্থানীয়রা রোকেয়া বেগমকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান।
এদিকে ঘটনার বিষয়ে মনজুর আলমের পরিবারের সদস্যরা বলেন, আমাদের পারিবারিক অনুষ্ঠানে এসে খাবার দিতে দেরি হওয়ায় আমাদের আত্মীয় স্বজনদের উপর হামলা চালায়। আমরা হামলাকারীদের সুষ্ঠু বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারবাকিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো: ইউনুছ বলেন, দাওয়াত খেতে গিয়ে খাবার দিতে না পারায় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় এক মহিলা আহত হয়েছে।
আপনার মতামত দিন