শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ৩০ জানুয়ারী ২০২৩:
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর উপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) বিকালে বান্দরবান এলজিইডি কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রোববার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় ২০-২৫ জন ঠিকাদার এসে প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানী উপর অতর্কিতভাবে হামলা চালায়। যা অত্যন্ত দু:খজনক। তাই দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান বক্তারা। এসময় মানববন্ধনে বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদারসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার বলেন, খুবই দক্ষ এবং সৎ একজন প্রকৌশলী গোলাম ইয়াজদানী। সম্প্রতি টেন্ডার না পাওয়ার কারণে একদল সন্ত্রাসী ওনার রুমে ডুকে অতর্কিত হামলা করে এবং ওনাকে আহত করে। ওনার মত সনামধন্য একজন প্রকৌশলীর উপর এমন বর্বরোচিত হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের প্রকৌশল সমাজ তীব্র প্রতিবাদ করছি। ভবিষ্যতে এ ধরনের প্রকৌশলীর উপর যাতে কোন হামলা না হয় সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর আবেদন করছি। তিনি আরও বলেন, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তিনি।
আপনার মতামত দিন