শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান॥
ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন এবং নির্বিচারে নিরপরাধ নারী ও শিশুসহ মুসলিমদের হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে ইসলামী আন্দোলন বান্দরবান জেলা শাখার উদ্যোগে বাজার শাহী জামে মসজিদ ময়দানে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বান্দরবান জেলার সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাজার মসজিদের খতিব কেন্দ্রীয় মসজিদের খতিব আলাউদ্দীন ইমামীসহ বিভিন্ন আলেম উলামারা। সমাবেশে বক্তারা বলেন, অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব। এছাড়াও তারা ইসরাইলের পণ্য বর্জনেরও ডাক দেন। ইসরায়িলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলে তাদের প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।
পরে বিপুলসংখ্যক আলেম-ওলামাদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার শাহী জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে ইসলামী যুব আন্দোলন, ইসলাম আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন