সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন
এফএনএস বিনোদন: চলছে এখন ডিজিটাল যুগ। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম বেশ জড়িয়ে আছে মানুষের যাপিত জীবনে। আছে যখন-তখন ফেসবুক লাইভ, সেলফি আর চেকইনের মতো বিষয়গুলো। তেমন ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘লাইভ স্টার লাভলু ভাই’। যার প্রধান ভ‚মিকায় আছেন অভিনেতা জাহিদ হাসান। এর গল্পটা এমন- লাভলু গ্রামের শিক্ষিত যুবক। ফেসবুকে সে খুব জনপ্রিয়। এর কারণ হচ্ছে সে সবসময় গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে লাইভ করে। রাস্তা-ঘাটের সমস্যা, ব্রিজ-কালভার্ট, অবৈধ জমিদখল থেকে তুলে ধরে কৃষিকাজ, মাছচাষ, হাঁসমুরগি লালনপালনসহ বিভিন্ন সমস্যা মানুষের মধ্যে তুলে ধরে। তার লাইভের ফলে যথাযথ কর্তৃপক্ষের টনক নড়ে, দ্রæত অনেক সমস্যার সমাধান হয়। মানুষও তাকে এই কাজের জন্য অনেক বাহবা দেয়। গ্রামে তার নাম হয়ে যায় লাইভ স্টার লাভলু ভাই। এমনকি লাইভ করে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচায় গ্রামের এক মেয়েকে। তবে ঘটনাক্রমে তাকেই লাভলুর বিয়ে করতে হয়। এটিএন বাংলার জন্য নাটকটি লিখেছেন জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা করেছেন জাহিদ হাসান নিজেই। এতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন নাবিলা ইসলাম, আমিন আজাদ, তারিক স্বপন, সূচনা সিকদার, লিটন খন্দকার, ইমু, জুবায়ের জাহিদ প্রমুখ। এটিএন বাংলায় ঈদের ৯ম দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘লাইভ স্টার লাভলু ভাই’।
আপনার মতামত দিন