শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আলীকদম এফবিএম ইট ভাটা বন্ধ: জরিমানা আদায় রোয়াংছড়িতে ফিরে আসা ৬৩ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে একত্রিত হয়ে কাজ করার আহ্বান- পুলিশ সুপার সৈকত শাহীন

বডি ওর্ন ক্যামেরা’ চালু হলো সিএমপির ট্রাফিক বিভাগেও

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) চার থানার পর এবার ট্রাফিক বিভাগেও চালু হয়েছে ‘বডি ওর্ন ক্যামেরা’। রোববার নগরীর টাইগারপাস মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ। এ সময় উপস্থিত ছিলেন নগর পুলিশের ডিসি (ট্রাফিক-দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন, এডিসি (ট্রাফিক-দক্ষিণ) মো. রইছ উদ্দিন, সিনিয়র এসি (ট্রাফিক-দক্ষিণ) মো. মাহামুদুল হাসান, টিআই (প্রশাসন) মো. মহিউদ্দিন খান, টিআই (টাইগারপাস) শেখ ফরহাদুজ্জামান প্রমুখ।অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, রাজধানী ঢাকা ও সিলেটের পর চট্টগ্রাম নগর পুলিশের চার থানা ও ট্রাফিক বিভাগেও ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু হয়েছে। এ ক্যামেরা চালুর মাধ্যমে চট্টগ্রাম নগর পুলিশের প্রযুক্তিগত কার্যক্রম আরো একধাপ এগিয়ে গেল।
তিনি বলেন, এ ক্যামেরা দিয়ে অডিও, ভিডিও এবং ছবি ধারণ করা যায়। এটি মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম সুচারুরূপে তদারকি করতে সহযোগিতা করবে। অনেক কিছু তাদের চোখ এড়িয়ে গেলেও ক্যামেরায় রেকর্ড হবে। পরে যা দেখে তদন্ত কাজ সম্পন্ন করা যাবে। নগর পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা বলেন, প্রথম দফায় চার থানায় সাতটি করে ২৮টি ও ট্রাফিক বিভাগে ২২টিসহ মোট ৫০টি ‘বডি ওর্ন ক্যামেরা’ দেয়া হয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশে এ ক্যামেরার কার্যক্রম চালু আছে। পুলিশের কাজে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা আনার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ।তিনি আরো বলেন, জিপিআরএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থান থেকে ক্যামেরা দেখে পুলিশের কার্যক্রম নিয়ন্ত্রণ ও নজরদারি করা যাবে। সিসি ক্যামেরার মতো কাজ করবে এটি। ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু হলে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের অগোচরে অনেক কিছু বাদ পড়লেও ক্যামেরায় রেকর্ড হওয়া তথ্য ও ছবি কাজ দেবে। পাইলট প্রকল্পের আওতায় আপাতত চার থানা ও ট্রাফিক বিভাগে এ কার্যক্রম চালু করা হয়েছে। এতে সফলতা পেলে পর্যায়ক্রমে প্রত্যেক থানায় ক্যামেরাগুলো দেয়া হবে।
এর আগে, শনিবার চার থানা যথাক্রমে কোতোয়ালি, ডবলমুরিং, পাঁচলাইশ ও পতেঙ্গার পুলিশ সদস্যদের ‘বডি ওর্ন ক্যামেরা’ প্রদানের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD