সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৯ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে পার্বত্য জেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে স্থানীয় মুক্তমঞ্চ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় পাহাড়ি-বাঙালিসহ ১৪টি জনগোষ্ঠীর তরুণ-তরুণী, শিশু-কিশোর এবং নারী-পুরুষেরা নিজস্ব পোষাকে ভিন্ন ভিন্ন সাজে ব্যানার, ফেষ্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে পহেলা বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নাচে-গানে মাতিয়ে তোলেন পাহাড়ি-বাঙালি বিভিন্ন বয়সের শিল্পীরা। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পুলিশ সুপার তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পাহাড়ে উৎসব মানে পাহাড়ি-বাঙালির মিলন মেলা। সকলে একসঙ্গে মিলেমিশে একাকার। নিজস্ব সংস্কৃতি এবং কৃষ্টি কালচারগুলোর সঙ্গে আগামী প্রজন্মকে পরিচিত করতে আগামীতে পহেলা বৈশাখে দুদিনব্যাপী মেলা আয়োজনের পরামর্শ দেন মন্ত্রী।
আপনার মতামত দিন