শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৪ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানে ফুটবল খেলোয়াড় সমিতির আয়োজনে শুরু হয়েছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (২৬ মে) বিকেলে স্থানীয় রাজার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পৌর মেয়র সৌরভ দাশ শেখর, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান ফুটবল ফেডারেশনের সভাপতি মংওয়াইচিং, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রফিকুল আলম মামুনসহ ক্রীড়া প্রেমী এবং দর্শকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে লোহাগাড়া একাদশ দল ৫-৪ গোলে চকরিয়া একাদশ দলকে পরাজিত করে। এবারের টুর্ণামেন্টে স্থানীয় ৬টি দলসহ সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করছে।
আপনার মতামত দিন