সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৮ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি॥
বর্তমান সরকারের আমলে পাহাড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। পার্বত্যাঞ্চলে উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। বৃহষ্পতিবার (৮ ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং পুলিশ ক্যাম্প মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় তিনি আরও বলেন, পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং এলাকায় যোগাযোগ, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে উন্নয়নের জোয়ার বইছে এবং এর সুফল পাচ্ছেন স্থানীয় জনগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানেই এ উন্নয়ন সম্ভব হয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা প্রতিকে ভোট চাইলেন মন্ত্রী। এর আগে মন্ত্রী আলীক্ষ্যং বাজারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৪৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, উন্নয়ন বোর্ডের সদস্য মোঃ হারুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শেখ সাদিক, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদি ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষী পদ দাস, জেলা আওয়ামীলীগ সদস্য আবু তাহের কোম্পানি, তসরলম ইকবাল চৌধূরীসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী স্থানীয়দের মাঝে ১৩৭টি সোলার, ৩০টি ছাগল, ৩০টি সেলাই মেশিনসহ বিভিন্ন জাতের বীজ বিতরণ করেন।
আপনার মতামত দিন