সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান॥
বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে পাহাড়ে আমুল পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। এ সরকার শুধু কথায় নয় কাজেও বিশ্বাসী। পাহাড়ে এমন কোন জায়গা নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে বান্দরবান ম্রো আবাসিক বিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ডের ২ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ণ কাজের উদ্বোধন ও বিদ্যালয়ের ৪২ বছরে ১ম পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আজ পাহাড়ে পাহাড়ী বাঙ্গালীর মধ্যে কোন পার্থক্য নেই। সকলে একসঙ্গে এখানে মিলেমিশে আছে। আগের চেয়ে এ আন্তরিকতা আরো দিন দিন বাড়ছে। এ আন্তরিকতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই বলেও বলেন তিনি।
এর আগে তিনি ১কোটি টাকা ব্যয়ে ম্রো আবাসিক বিদ্যালয়ের হোস্টেল ভবন নির্মাণ, ৯৯লক্ষ টাকা ব্যয়ে কারিগরি ভবন নির্মাণ, ৪০ লক্ষ টাকা ব্যয়ে হলরুম নির্মাণ ও ৪০লক্ষ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর গেইট ও মাঠ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সিংইয়ং ম্রো’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন