সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান
ফের বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে এসে পড়ল মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া গুলি। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের প্রায় ২৫০ গজ ভিতরে কোনার পাড়া এলাকায় শাহজানের বাড়ীর সামনে এই গুলি এসে পড়ে। এ ঘটনার পর থেকে ঐ এলাকার লোকজনের মাঝে আতংক বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে হঠাৎ করে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি আওয়াজ শুনতে পায় তুমব্রু সীমান্তের বাসিন্দারা। এসময় তারা ভয়ে ঘরের ভিতরে আশ্রয় নেয়। ঘটনাখানেক পরে গোলাগুলির আওয়াজ থেমে গেলে কোনার পাড়া এলাকার শাহজাহানের বাড়ির সামনে একটি মাটিতে একটি একে৪৭ এর গুলি দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙখলা বাহিনীকে জানালে নাইক্ষ্যংছড়ি ৩৪ বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিটি উদ্ধার করে নিয়ে যায়। এর আগে মিয়ানমার থেকে দুই দফায় বাংলাদেশের অভ্যন্তরে মর্টার শেলের গোলা পড়েছিল। এবার তৃতীয় দফায় একে৪৭ এর একটি গুলি এসে পড়ে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস জানান, আজ বিকালেও নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের কোনার পাড়া এলাকায় একটি গুলি পড়েছে। ৩৪ বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গুলিটি তাদের হেফাজতে রয়েছে।
উল্লখ্য, মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে মিয়ানমার সেনা বাহিনী ও আরাকান আর্মির সাথে ব্যাপক সংঘর্ষ চলছে। গত ২৮ আগস্ট ১ম বার মিয়ানমারের ছোড়া একটি মর্টার শেলের গোলা বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। পরে ৫ সেপ্টেম্বর ২য় বারে আরো একটি মর্টার শেলের গোলা এসে পড়ে এবং ৩য় দফায় আজ বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের কোনার পাড়া এলাকায় একে৪৭ এর একটি গুলি এসে পড়ে।
আপনার মতামত দিন