সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০৩ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ১৭ ফেব্রুয়ারী ২০২৩:
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বান্দরবান অঞ্চলের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বান্দরবান অঞ্চলের সাবেক সভাপতি অনাদি রঞ্জন বড়–য়ার সভাপতিত্বে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বান্দরবান অঞ্চলের সভাপতি সুচিত্রা তঞ্চঙ্গ্যা এবং চেমীডলু পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতোষ ময় বড়–য়াকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সীমান্ত বড়ুয়া। অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শিক্ষক রাহুল কান্তি বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সজিব বড়–য়া ডায়মন্ড, সহসম্পাদক সাগর বড়ুয়া ববিসহ বান্দরবান অঞ্চলের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন