সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান॥
বান্দরবানের আলীকদমে অবৈধভাবে গড়ে তোলা ইটভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সকালে আলীকদম উপজেলার পালং পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ইটভাটায় ব্যবহৃত একটি স্কেভেটরসহ অবৈধভাবে ইটভাটা স্থাপনের দ্বায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরিবেশ অধিদপ্তরের জুনিয়র কেমিস্ট আব্দুস সালাম বাদী হয়ে আলীকদম থানায় এ মামলা দায়ের করেন। আসামীরা হলেন, বেলাল হোসেন প্রকাশ বেলাল কোম্পানী, মংপ্রু মার্মা সাবেক মেম্বার, ইউসুফ আলী, আব্দুল কাদের, মো: তৈয়ব, ফরিদ উদ্দিন। তারা সকলেই বান্দরবান ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।
এ বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিন চৌধুরী বলেন, আলীকদম উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে পরিবেশের ক্ষতি সাধন করে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলায় ৬ জনের নাম উল্লেখ পূর্বক এবং অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। এসময় ইট ভাটায় ব্যবহৃত একটি স্কেভেটরও জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, বান্দরবানে কোন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকলেও জেলায় ৬০টিরও বেশি ইটভাটা গড়ে উঠেছে।
আপনার মতামত দিন