সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১০ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান॥
বান্দরবানের আলীকদমে ঝর্ণার পানিতে পড়ে এক ট্যুরিস্ট গাইডের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কুরুক পাতা ইউনিয়নের দৌছড়ি ক্যানশন পাড়া ঝর্ণায় এ ঘটনা ঘটে। নিহত ট্যুর গাইডের নাম রাফি, সে কক্সবাজার জেলার চকরিয়ার পেকুয়ার বাসিন্দা বলে জানা যায়।
পুলিশ জানায়, গত ১০ আগস্ট ট্যুরিস্ট গাইড রাফি ২০ জনের একটি পর্যটক দল নিয়ে আলীকদমের কুরুক পাতা ইউনিয়নে ঘুরতে যায়। পরে আশপাশের দর্শনীয় স্থান ঘুরে শনিবার (১৩ আগস্ট) সকালে স্থানীয় দৌছড়ি ক্যানশন পাড়া ঝর্ণাতে যায় তারা। এসময় ট্যুরিস্ট গাইড রাফি গোসল করার সময় ঝর্ণার পানিতে পড়ে গিয়ে পাথরের সাথে মাথায় ধাক্কা লাগলে ঘটনাস্থলেই রাফি মারা যায়। পরে সাথে থাকা পর্যটকরা স্থানীয় প্রশাসনকে খবর দিলে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আলীকদমে নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার তবিদুর রহমান বলেন, রাফি নামে এক ট্যুরিস্ট গাইড ২০ জনের একটি পর্যটকের দল নিয়ে আলীকদমের কুরুক পাতায় বেড়াতে যায়। শনিবার বিকালে স্থানীয় একটি ঝর্ণায় গোসল করার সময় পানিতে পড়ে গিয়ে পাথরের সাথে আঘাত লেগে তার মৃত্যু হয়।
আপনার মতামত দিন