সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবানে আন্ত:স্কুল ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত বান্দরবানে মারমা সম্প্রদায়ের লোকসাংস্কৃতিক ও লোকনাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি পালিত একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত

বান্দরবানের থানচিতে ফের ভ্রমন নিষেধাজ্ঞা

সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান॥
বান্দরবানের থানচি উপজেলায় ফের ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ১১ ই জানুয়ারী থেকে ১৭ই জানুয়রী পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সোমবার রাতে জেলাপ্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় সেনাবাহিনীর অনুরোধের কারনে থানচি ও তৎসংশ্লিষ্ট এলাকায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ্য করায় সেনাবাহিনীর আধিপত্য বিস্তার মূলক টহল কার্যক্রম পরিচালনা ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ১১ জানুয়ারী থেকে ১৭ই জানুয়ারী পর্যন্ত থানচি উপজেলায় দেশী বিদেশী পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপ করা হল। এর আগে ৮ দফা বাড়িয়ে গত ১১ ডিসেম্বর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এনিয়ে বান্দরবানের ৩ উপজেলায় দেশী বিদেশী পর্যটক ভ্রমনে আবারো নিষেধাজ্ঞা আরোপিত হল। এছাড়া অন্যান্য ৪ উপজেলায় পর্যটকরা ঘুরে বেড়াতে পারবে।

উল্লেখ্য, পাহাড়ে জঙ্গি বিরোধী চলমান অভিযানের কারনে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গত ১৮ ই অক্টোবর থেকে প্রথমে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। এরপর ২৩ অক্টোবর থেকে রুমা রোয়াংছড়ি থানচি ও আলিকদম এ ৪ উপজেলায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে তিন দফা বাড়ানো হয় এ নিষেধাজ্ঞা। সর্বশেষ ৮ নভেম্বর আলিকদম উপজেলা বাদ দিয়ে বাকী ৩ উপজেলায় ১২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয় ভ্রমন নিষেধাজ্ঞা। পরে ৮ ডিসেম্বর থেকে থানচি উপজেলায় ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD