শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আলীকদম এফবিএম ইট ভাটা বন্ধ: জরিমানা আদায় রোয়াংছড়িতে ফিরে আসা ৬৩ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে একত্রিত হয়ে কাজ করার আহ্বান- পুলিশ সুপার সৈকত শাহীন

বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্র থেকে এক পর্যটকের লাশ উদ্ধার

সোহেল কান্তি নাথ নিজস্ব প্রতিনিধি বান্দরবান।
বান্দরবান নীলাচল পর্যটন কেন্দ্র থেকে মারুফ (২৫) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ আগস্ট) দুপুরে নীলাচল পর্যটন কেন্দ্রের সুইং থ্রীলার দোলনার নীচে খাদের প্রায় ৩শ ফিট নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই পর্যটকের বাড়ী ঢাকার গাজিপুর জেলায়।

পুলিশ জানায়, শনিবার (২৬ আগস্ট) দুপুরে গাজিপুর থেকে মারুফ নামে ওই পর্যটক বেড়াতে এসে নীলাচল পর্যটন কেন্দ্রের নীলাম্বরী কটেজে রুম ভাড়া নেয়। রোববার সকাল থেকে তাকে খুজে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে হোটেল কর্তৃপক্ষ নীলাচলের দোলনার পাশে একটি চিরকুট দেখতে পায়। চিরকুটে লিখা ছিল- ‘আমরা লাশ পাওয়া গেলে যেন আমাকে বান্দরবানে কবর দেয়া হয় এবং আমার রেখে যাওয়া মোবাইল বিক্রি করে যেন দাফনের কাপড় কেনা হয়। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টায় চালিয়ে ৩শ ফিট নীচ থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারনা ওই পর্যটক আত্মহত্যা করেছে।

নীলাম্বরী রিসোর্ট এর মালিক সাইদুর রহমান বলেন, শনিবার দুপুরে মারুফ নামে এক পর্যটক রিসোর্ট এর ১নং কক্ষটি এক দিনের জন্য ভাড়া নেয়। ভাড়ার নেয়ার পর সারাদিন স্বাভাবিক ছিল। পরদিন সকাল থেকে তাকে দেখতে না পেয়ে হোটেলের কর্মচারীরা তাকে রুমে খুজতে যায়। সেখানেও দেখতে না পেয়ে আশেপাশে খোজাখুজির এক পর্যায়ে নীলাচলের দোলনায় একটি চিরকুট দেখতে পায়। সেখানে লিখা ছিল, যদি আমার লাশ পাওয়া যায় তাহলে আমাকে বান্দরবানে দাফন করবেন এবং আমার রেখে যাওয়া মোবাইলটি বিক্রি করে দাফনের কাপড় কিনবেন। পরে বিষয়টি আমরা পুলিশকে জানায়।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন- জেলা প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে প্রায় ৩শ ফিট নিচ থেকে একজনের লাশ উদ্ধার করেছি। তার মুখে প্রচন্ড বিষাক্ত গ্যাসের গন্ধ পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, এক পর্যটকের লাশ উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে বিষপানে আত্মহত্যা করেছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD