সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ১৫ জুলাই ২০২২:
বান্দরবানের বাঘমারায় শৈ সিং মং (৪০) নামে এক জুমচাষীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে সদর উপজেলার বাঘমারা হেডম্যান পাড়ায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শৈ সিং মং মার্মা লামার রূপসী পাড়া ইউনিয়নের খিদোঅং এর ছেলে। সে দীর্ঘ ২০ বছর ধরে ঘর জামাই হিসেবে বাঘমারা হেডম্যান পাড়ায় বসবাস করে আসছে বলে জানান এলাকাবাসী।
নিহত শৈসিংমং এর স্ত্রী উমেনু জানান, তার স্বামি একজন বর্গাচাষী এবং পাশাপাশি বিদ্যুতের কাজ করত। তাদের মেয় উয়ইসিং (১৩) ও ছাই ছাই ওয়ং (৫) নামে দুই মেয়ে সন্তান রয়েছে। শুক্রবার রাত অনুমানিক ১:৩০ টায় তার স্বামি প¯্রাব করার জন্য ঘরের বাহিরে যায়। প¯্রাব শেষে ঘরে ঢুকার সময় তিনজন মুখোশধারী লোক এসে শৈসিংমং কে জবাই করে চলে যায়। ঐ সময় তার স্ত্রীকেও মুখোশ পরিয়ে দেয়ার কারণে তাদের কাউকে চিনতে পারেনি বলে জানান স্ত্রী উমেনু ও মেয়ে উয়ই সিং। তবে পাড়ার প্রধান কারবারী পুথোয়াই অং জানান, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক অশান্তি ছিল। স্বামী-স্ত্রীর মধ্যে অনেকবার মারপিটের ঘটনাও ঘেটেছে। সামাজিকভাবে কয়েকবার মীমাংশাও করা হয়েছিল।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, হত্যাকান্ডের খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আপনার মতামত দিন