সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান॥
বান্দনবানের রুমায় উসানু মারমা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার পাইন্দু ইউনিয়নের নিয়াক্ষ্যং পাড়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মদ্যপান করে বাকবিতন্ডার এক পর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায় উসানু মারমা। বৃহষ্পতিবার সকালে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উসানু মারমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। নিহত উসানু মারমার বাড়ি রুমা উপজেলার এলিম চান্দলা পাড়া এলাকায়। এ ঘটনায় নিহতের পিতা ক্যসিং মারমা বাদী হয়ে রুমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ওসি মো: আলমগীর হোসেন বলেন, মদ্যপান করে তর্কাতকির এক পর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই উসানু মারমার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যাকারী অংসাচিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত দিন