বান্দরবানের রুমায় ইউপি মেম্বার’সহ ২ জনকে অপহরণেরর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পান্থলা পাড়ায় এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- গ্যালেঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি মেম্বার মংসাচিং মারমা (৫০) এবং পাড়াবাসী মংওয়েই সিং (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে দুই জন ব্যাক্তি ইউপি মেম্বার মংসাচিং ও গ্রামবাসী মংওয়েই কে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোন খোজ পাওয়া যায়নি।
অপহৃত মেম্বারের ছেলে থোয়াইহ্লা চিং মারমা বলেন, বৃহস্পতিবার ভোররাতে কয়েকজন অপরিচিত লোকজন এসে আমার পিতাসহ দুজন’কে পান্থলা পাড়া বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে। রাত নয়টা পর্যন্ত তারা বাড়ি ফিরে আসেনি, তাদের কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা। আমরা রুমা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছি।।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন জানান, গ্যালেঙ্গ্যা ইউনিয়নে মেম্বারসহ দুইজন নিখোঁজের অভিযোগ পেয়েছি। অপহৃতের স্বজনরা থানায় অভিযোগ করেছে। জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি হয়ে থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আপনার মতামত দিন