শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ১৮ জুন ২০২৩:
বান্দরবানে আগুনে পুড়ে ছাই হল ৫টি দোকান। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় শহরের বালাঘাটা এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ৪টি দোকানসহ মালামাল ক্রয়ের জন্য রাখা নগদ ৫ লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে জানা যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শহরের বালাঘাটা বাজারের মুদির দোকান ব্যবসায়ী বিধান দাশের দোকানে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে দ্রুত এলাকাবাসী বান্দরবান ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে যায় ৪টি দোকানসহ নগদ টাকা। এ অগ্নিকান্ডের ঘটনায় ১৫ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো: নাজমুল আলম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এই অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় ৫ লক্ষ টাকার মত ক্ষতিক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।
আপনার মতামত দিন