শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বাস টার্মিনাল টানেল এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে বান্দরবান বাসষ্টেশন হয়ে হাফেজঘোনা যাওয়ার পথে ৫শ ফুট দীর্ঘ দৃষ্টিনন্দন এই টানেল এর শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় মন্ত্রী বলেন, প্রতিবছর বর্ষায় পুরাতন বাস টার্মিনাল থেকে নতুন বাসটার্মিনালে যাওয়ার সংযোগ সড়কটি পাহাড়ের মাটি পড়ে যান চলাচল বন্ধ হয়ে যেতো, প্রায় সময় ঘটতো প্রাণ হানির ঘটনা। শুধু তাই নয় পুরাতন বাসটার্মিনালে স্থান সঙ্কটের কারনে যত্রতত্র গাড়ি পার্কিং এর ফলে যানজট এর সৃষ্টি, দূর্ঘটনাসহ চালক ও যাত্রীদের পোহাতে হতো নানা ভোগান্তি। তাই জন দূর্ভোগ লাঘবের জন্য বান্দরবান শহরের প্রবেশ মুখে পুরাতন বাস স্টেশন থেকে হাফেজঘোনা নতুন বাস টার্মিনালে যাওয়ার পথে নির্মিত হয় ৫শ ফুট দীর্ঘ ও ২৮ মিটার প্রস্থ একটি আধুনিক বাস টার্মিনাল টানেল। টানেলটি নির্মিত হওয়ার ফলে পুরাতন বাস টার্মিনালে কমে যাবে যানজট এবং নিরসন হবে চালক যাত্রী পর্যটকসহ সাধারন মানুষের অনেক ভোগান্তি। তিনি আরও বলেন, দৃষ্টি নন্দন এ টানেলটি পর্যটন নগরী বান্দরবানের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। আগামীতে টানেল এর অভ্যন্তরে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন ওয়াল পেইন্টিং করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লক্ষী পদ দাশ, পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি টাকা ব্যয়ে রুমা বাস-স্টেশন এর নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এছাড়াও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ১০টি উন্নয়ন প্রকল্পে ৮ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে বিএইচডিসি স্পোর্টস সেন্টার নির্মাণ, ৫০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ রেষ্ট হাউজ জামে মসজিদের জায়গায় মার্কেট নির্মাণ, ৪৪ লক্ষ টাকা ব্যয়ে, বান্দরবান পৌর এলাকার উজানী পাড়া ৫নং ওয়ার্ডের বায়তুন নূর জামে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করণ, ৪৪ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান সদর ইউনিয়নের লেমুঝিড়ি জ্ঞান দর্শন আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র নির্মাণ, ৪০ লক্ষ টাকা ব্যয়ে, বান্দরবান ঠিকাদার কল্যাণ সমিতির ভবন নির্মাণ, ৯০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান কারাতে ক্লাব নির্মাণ, ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে মেঘলা জুনিয়র হাই স্কুল নির্মাণ, ৬০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ রাস্তা হতে কমিউনিটি সেন্টার সংযোগ সড়কে ঝুলন্ত ব্রীজ নির্মাণ, ৫২ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্ত্বরে একটি বৌদ্ধ বিহার নির্মাণ, ১ কোটি টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন। পরে মন্ত্রী মতবিনিময় সভায় যোগদেন।
আপনার মতামত দিন