সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবানে আন্ত:স্কুল ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত বান্দরবানে মারমা সম্প্রদায়ের লোকসাংস্কৃতিক ও লোকনাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি পালিত একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত

বান্দরবানে ইউপিডিএফ থেকে পদত্যাগ করলেন জেলা আহবায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা

সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবান॥
বান্দরবানের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর বান্দরবান জেলা আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গা দলীয় পদ হতে পদত্যাগ করেছেন। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা সদরের স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ করার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক অবস্থা নাজুক, ভঙ্গুর, উচ্চ রক্তচাপ ও লিভার সিরোসিস রোগের ভুগছেন। তাই স্বেচ্ছায় প্রসিত পন্থি ইউপিডিএফ সংগঠনের পদবী ও অর্পিত দায়িত্ব হতে সম্পূর্ণ অব্যাহতি নিচ্ছি। আজ হতে কোন জবাব দিহিতা ও দায়িত্ব কর্তব্য পালন করবো। তবে নতুন সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক তার এই সাধারণ জীবন যাপনের ইচ্ছা ও আকাঙ্খাকে স্বাগত জানানোর কারণে তাদের দল ও নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পদত্যাগ করায় তার উপর কোন রাজনৈতিক চাপ আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, শারীরিক অসুস্থতার কারনে আমি পদত্যাগ করছি। নিজের ও পরিবারের উপর কোন রাজনৈতিক আক্রোশ না রাখার জন্য অন্যান্য আঞ্চলিক দল গুলোর প্রতি অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, ১৯৯৭ হতে প্রসিত বিকাশ খীসার চুক্তি পরিপন্থী সংগঠনের দিকে ঝুঁকে পড়ে। পরবর্তীতে ১৯৯৮ সালের ২৬ শে ডিসেম্বর ইউপিডিএফ নামক নতুন সংগঠন গঠন করা হলে বান্দরবান জেলা ইউনিটের আহবায়ক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD