সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১৬ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ৫ ফেব্রুয়ারী ২০২৩:
বান্দরবানের থানচিতে ইঞ্জিন চালিত নৌকার পাখায় কাটা পড়ে সামংগ্য ত্রিপুরা নামে এক নৌকা চালক নিহত হয়েছে। রবিবার সকালে রেমাক্রী ইউনিয়নের পদ্মমুখ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত চালক থানচি উপজেলার ক্যসাপ্রু পাড়ার বাসামনি ত্রিপুরার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে যাত্রীবাহী একটি ইঞ্জিন চালিত নৌকা রেমাক্রি থেকে থানচি আসার পথে পদ্মমুখ এলাকায় পৌছালে উল্টো দিক থেকে আসা অপর একটি নৌকার সাথে মুখোমুখি ধাক্কা লাগলে চালক সামংগ্য ত্রিপুরা পানিতে পড়ে গেলে নৌকার পাখায় কাটা পড়ে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে সে মারা যায়।
থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: আব্দুল্লাহ আল নোমান বলেন, হাসপাতালে আনার আগেই সে মারা যায়। নৌকার পাখায় তার গলা ও শরীরের বিভিন্ন অংশ কেটে যায় । অতিরিক্ত জখমের ফলে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ রায় জানান, থানচিতে নৌকার পাখায় কাটা পড়ে চালক নিহত হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
আপনার মতামত দিন