সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩১ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবানঃ
বান্দরবানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এপিবিএন। শনিবার (১৮ মার্চ) সকালে বান্দরবান বাজারের বোটঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জাফর আলম এর ছেলে জিয়াউর রহমান (২১) ও মৃত সিকান্দার এর ছেলে আবুল কাশেম (৩২)। তারা উভয় কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা যায়।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বান্দরবান বাজারের বোটঘাটা এলাকায় একটি বাসায় অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম। বাসায় তল্লাশি করা হলে বিক্রির উদ্দেশ্যে রাখা ২শ ২৫ পিস ইয়াবাসহ জিয়াউর রহমান ও আবুল কাশেম নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় অভিযানের টের পেয়ে আব্দুর রহমান (২৬) নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।
বান্দরবান এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি আলী আহাম্মদ খান বলেন- ২২৫ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে বান্দরবান বাজারের বোটঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।
আপনার মতামত দিন