সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান॥
বান্দরবানে ইয়াবাসহ চিহ্নিত ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এপিবিএন। শনিবার (১১ মার্চ) ভোর রাতে শহরের বালাঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আক্তার হোসেন, মো: সোহেল, মোহাম্মদ আলী, মো: শাহিন, নুরুল আলম, রমজান আলী, নান্টু দাস ও রকি।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মরণব্যাধী ইয়াবা বিক্রি করে আসছিল আক্তার হোসেনসহ তার সহযোগীরা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে শহরের বালাঘাটার শৈলশোভা এলাকায় আক্তার হোসেনের বাড়ীতে আর্মড ফোর্স ব্যাটালিয়ন এর একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় বাড়ীতে তল্লাশি চালিয়ে চিহ্নিত মাদক মামলার আসামী আক্তার হোসেনসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩শ পিছ ইয়াবা উদ্ধার করে এপিবিএন।
এ বিষয়ে বান্দরবান এপিবিএন এর অধিনায়ক আলী আহমদ খান বলেন, শহরের বালাঘাটা এলাকা থেকে ৩শ পিস ইয়াবাসহ ৮জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।
আপনার মতামত দিন