শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবান॥
বান্দরবানে পৃথক অভিযানে ইয়াবা নিয়ে ডিসি অফিসের কর্মচারীসহ ৩ জন কে আটক করেছে এপিবিএন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে শহরের চৌধুরী মার্কেট ও ডিসি অফিস এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫শ ৩০ পিস মরণব্যাধী ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- বান্দরবান জেলা প্রশাসনের সার্কিট হাউসের চতুর্থ শ্রেণির কর্মচারী এসএম হোছাইন টিটু (৩০), মধ্যম পাড়ার বাসিন্দা মৃত নুকুল চন্দ্র দাশ এর ছেলে যিশু দাশ (২৩) এবং বনরূপার বাসিন্দা মৃত লাল মিয়ার ছেলে ফয়জুল করিম (২৬)।
আর্মড পুলিশ ব্যাটালিয়ান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে শহরের চৌধুরী মার্কেট ও ডিসি অফিস এলাকায় পৃথক অভিযান চালায় এপিবিএন এর একটি টিম। এসময় ডিসি অফিসের পিছনে সন্দেহভাজন ঘুরাঘুরি করতে দেখে এসএম হোছাইন টিটুকে তল্লাশি করলে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩শ পিস ইয়াবা উদ্ধার করে। পরে একই দিন সন্ধ্যায় চৌধুরী মার্কেট এলাকা থেকে অভিযান চালিয়ে ২শ ৩০ পিস ইয়াবা সহ যিশু দাশ ও ফয়জুল করিমকে আটক করে এপিবিএন এর সদস্যরা।
এ বিষয়ে বান্দরবান আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর উপপরিদর্শক মো: মহিউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৩০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
আপনার মতামত দিন