সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার\
করোনাকালীন পরিস্থিতিতে বান্দরবানের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বান্দরবান এর উদ্যোগে প্রায় ১কোটি ১১লক্ষ ৮০ হাজার টাকার আর্থিক প্রণোদনার ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। জেলা প্রশাসক ইয়াছমনি পারভীন তিবরীজি এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্র্মকর্তা তৌছিফ আহমদে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বান্দরবান এর উপ-পরিচালক সুইক্রাচিং মারমা প্রমুখ। সদর উপজলোর ৩০জন উদ্যোক্তাদের মাঝে প্রথম পর্যায়ে ৫৫লক্ষ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ৩০জন মৎস্য চাষী,পশুখামারী,পোল্ট্রি খামারিসহ বিভিন্ন পর্যায়ের প্রান্তিক উদ্যোক্তাদের মাঝে সর্বমোট ৫৫লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক প্রণোদনার ঋণের চেক বিতরণ করেন।
এদিকে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় অর্থনৈতিক স্বনির্ভরতা সৃষ্টি করে। শুধু ঋণ নিয়ে বসে থাকলে হবে না। নিজেকেও উদ্যোগি হতে হবে প্রতিষ্ঠিত হতে। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। মন্ত্রী বলেন,পার্বত্য এলাকায় আর কোন মানুষ গৃহহীন থাকবে না। দেশের প্রতিটা মানুষের জন্য আশ্রয়ণের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেখহাসিনা। পার্বত্য চট্টগ্রামের অসহায় মানুষের জীবন মানন্নোয়নের লক্ষ্যে পার্বত্য অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। পার্বত্যমন্ত্রী আরো বলেন, করোনার এই সংকট থেকে বাঁচতে হলে সামাজিকভাবে সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই-শুধু মাত্র নিজে ও সমাজ সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব। তাই প্রত্যেক ব্যক্তিকে তার নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন থাকতে হবে।
অপরদিকে জেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, করোনা ভাইরাস (কোভিড১৯) পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কে ৩শ কোটি টাকা প্রণোদনা ঋণতহবিল প্রদান করেন। বরাদ্দকৃত ঋণ তহবিলের অনুকলে বান্দরবান জেলাধীন ৫টি উপজেলার জন্য ৭৭ জন ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাগণের মাঝে ১ কোটি ১১ লক্ষ ৮০ হাজার টাকা প্রণোদনা ঋণ তহবিল পাওয়া যায়। কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ এসব পল্লী উদ্যোক্তাগণকে গ্রামীন অর্থনীতিতে পুনর্বাসিত করার লক্ষ্যে বিশেষ করে গ্রামীন কৃষিসহ অন্যান্য আয় উৎসারী কার্যক্রম যেমন-পোল্ট্রি, সেচ, পশুপালন, মৎস্য, অফ ফার্ম এক্টিভিটিস (অকৃষি কার্যক্রম) ক্ষুদ্র ও মাঝারি শিল্প পরিচালনা/পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত রাখার লক্ষ্যে বিআরডিবি এই প্রণোদনা ঋণ প্রদান করেন। এই ফলে সোমবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বান্দরবান কর্তৃক আয়োজিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলাধীন ৩০জন পল্লী উদ্যোক্তাগণের মাঝে পোল্ট্রি ফার্ম, ক্ষুদ্র ব্যাবসা গাভী পালন, সেলাই ও হস্তশিল্পসহ বিভিন্ন কর্মকান্ডে ৫৫ লক্ষ্য ৫০ হাজার টাকা ঋন বিতরণ করা হয়।
আপনার মতামত দিন