সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০১ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান॥
বান্দরবানে খাদ্যশস্যের বাজার দর উর্ধ্বগতির প্রবণতা রোধ ও নিম্ম আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত “খোলা বাজারে চাল বিক্রয়” কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ডের ওএমএস ডিলার বিমল কান্তি দাশের ডিলার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ডা. শেখ ছাদেক, উপজেলা খাদ্য কর্মকর্তা আদুই রঞ্জন তঞ্চঙ্গ্যা, ৪নং ওয়ার্ড ওএমএস ডিলার বিমল কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
জেলা খাদ্য অধিদপ্তরের তথ্য মতে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯জন ডিলারের মাধ্যমে সরকারী ছুটি ব্যাতিত জনপ্রতি ৩০ টাকা দরে ৫ কেজি করে প্রতিদিন ২ টন চাল বিক্রয় করা হবে। ওএমএসের আওতায় প্রতিদিন বান্দরবান পৌরসভায় ৩ হাজার ৬শত জন এই সুবিধার পাবে।
আপনার মতামত দিন